বনির মাসি, মুখের হাসি-
লিপিষ্টিকে লাল,
পাখির বাসা আঁখি দুটি,
ফোলা ফোলা গাল!


আলতা চরণ,ফর্সা বরণ,
ঘুঙ্গুর বাঁধে পায়,
শ্রীনগরে কলেজ পড়ে
মাঝে মধ্যে যায়!

বনির বাবা ডাকেন 'সাবা'-
ভাদ্রে পাকা তাল!
দেখবে যদি পেরিয়ে নদী
এসো রাঢ়িখাল!