ঐ নীল আকাশ, সাগর, পাহাড়
তোমার জন্য সবই!
ছুটছে নদী, ফোটছে গোলাপ,
কাজল মেঘের ছবি!
ওগো... তোমার জন্য সবই।


তোমার জন্য ঐ অরণ্য
খিলখিলিয়ে হাসে,
দিনের শেষে বিহঙ্গেরা
কুলায় ফিরে আসে!
রূপের আদল বর্ষা-বাদল,
চন্দ্র, তারা, রবি।
ওগো... তোমার জন্য সবই।


তোমার জন্য সকলে ধন্য
যেদিক ফেরাই আঁখি!
ফসলের মাঠ, খোলা প্রান্তর
প্রজাপতি, ফুল, পাখি।
তোমার জন্য দেবতারা সব
মহাকালের কবি!
ওগো... তোমার জন্য সবই।
           ১৩/১২/২০১৬