বাপের যখন ঊন-ত্রিশ
ছেলের  তখন ছয়,
ছেলের বয়স একুশ হলে
বাপের কতো হয়?


হিসেব করে কতো পেলে?
ভাগকরে নাও আধা,
আধার সাথে পঞ্চাশ যোগ
তবেই ঠাকুর দাদা!


ঠাকুর দাদার বয়স কতো?
প্রশ্ন এখন তাই,
যোগ বিয়োগ ও ভাগের মাঝে
সঠিক জবাব চাই!