এক ঘন্টায় একটি গাড়ি
ত্রিশ কি.মি. চলে;
সেই গতিটা অর্ধেক হয়
পড়লে চাকা জলে!


একটি পথের দৈর্ঘ্য হলো
তিনশ' কিলোমিটার,
একশ' পঁচিশ কি.মি. জুড়ে
জল রয়েছে তার।


ঐ গাড়িটা বিরতিহীন-
চললে মনের মতো
ঐ পথটা পাড়ি দিতে
লাগবে সময় কতো?