বলতো বাবা- "অতি সকল
মনে রাখিস ক্ষতির কারণ।
করবি না তাই অতি কিছু
এই জীবনে কখন ধারন।


কথায় বলে অতি লোভে-
পড়লে নাকি তাঁত নষ্ট!
আমি বলি- লোভের ফাঁদে
পড়লে বাপু জাত নষ্ট।


চাঁপে লেবুর রস আহরণ,
অতি চাঁপে সে রস তিতে।
ভালোবাসার বাঁধনও তাই,
অতি হলে ছিঁড়বে ফিতে।


পরিমিত খাবার খাবি,
স্বাদে অতি ভক্ষণও না।
পারলে শুধু মানুষ হবি,
অতি মানব কক্ষনো না!"