দয়াল তোমার ঠিকানা কই
পাইনা খুঁজে আমি অধম!
আমি বোকা মানব খোকা
বুদ্ধি-সুদ্ধি বড়ই যে কম!


কেউবা তোমায় নিরাকার কয়
আকার দিয়ে কেউবা খোঁজে!
কেউবা আবার যা-ইচ্ছে তাই
তুমি তো নাই এটাই বোঝে!
নাইবা যদি থাকো তুমি...
কে দেয় জীবন? কে দিলো দম?


তুমি বিনে অন্ধকারে
কে জ্বালায় ঐ তারার বাতি?
কেমনে হয় ঋতু বদল
কেবা করেন দিন আর রাতি!
কার হুকুমে এই পৃথিবী...
একই বৃত্তে ঘোরছে হরদম?