তুমি আছো বলেই তো ফুল
রঙিন হয়ে ফোটে,
ঝরনারা সব নদী হয়ে
সাগর পানে ছোটে!


তুমি আছো বলেই তো চাঁদ
জোসনা করে দান
বনে বনে পাখ-পাখালী
আনন্দে গায় গান!


তুমি আছো বলেই তো মেঘ
বৃষ্টি হয়ে ঝরে,
সজীবতার ছোঁয়া লাগে
সকল প্রাণের 'পরে!


তুমি আছো বলেই তো প্রেম
বাসা বাঁধে মনে,
তোমায় নিয়ে কাব্যকথা
বুনছি নিরজনে!
♥♥♥♥♥♥♥♥♥♥