খগেন বাবু যেমন তেমন
নগেন বাবুর ঠাটে
যগেন বাবুর ব্যবসাপাতি
পৌছে গেলো লাঠে!


লাঠের লাঠি হাতে মশাই
এখন ঘোরেন মাঠে
দাওয়ায় বসে কুটন-দ্বয়ে
সুখের জাবর কাটে!


সময়ে সুখ কালের অসুখ
মন দেইনি পাঠে,
উল্টে গেলো হিসেবটা তাই
দ্বীন-দুনিয়ার হাটে!