আচ্ছা দাদা, আমরা কিগো
স্বাধীন দেশে রই?
মনের কথা মুখটি ফুটে-
বলতে পারি কই?


সুখের তরী বাইছে যারা,
রক্তে কভূ নায়নি তারা-
তাদের মুখে ফুটছে এখন
হাজার কথার খই!
তারাই দেখো-যখন তখন
চুনকে বানায় দই!!


আমরা যারা- নীচু তলায়,
পিষ্ট ওদের পায়ের ডলায়!
দিবা-নিশি ব্যাকুল হয়ে-
হাতড়ে খুঁজি মই!
উপরে ওঠার স্বপ্ন তবু-
যাচ্ছে থেকে- ওই!!


কানের ফুটোয় তুলো গুঁজে,
পীড়ন- সহি দু'চোখ বুজে,
বলো দাদা চুপটি করে-
আর কত কাল সই?
ইচ্ছে করে আরেকটি বার
মুক্তি সেনা হই!


০৬ ফেব্রুয়ারী ২০১৭