প্রেম যদিও স্বর্গীয় ধন
তবু বহুরুপী,
কোথাও সে উম্মাদিনী,
কোথাও চুপিচুপি!


কারো মনে সংগোপনে
নিবিড় বাসা বাঁধে,
কখনো হয় কাঙালিনী,
চুল এলিয়ে কাঁদে!


কখনো বা অর্থ দেখে
স্বার্থ শুধু বোঝে,
কখনো সে বড্ড রোখা
নিজে মরন খোঁজে!


কালের প্রসাধনী মেখে-
প্রেম যখনই সাজে!
কেউবা বলেন অপরূপা
কেউবা বলে' বাজে!


যে যাই বলুক যেমন খুশী
আমার কী যায় আসে!
প্রেম রয়েছে বলেই তো এই
তুমি আমার পাশে!