এই বাঙালী এখন তো আর
সেই বাঙালী নাই,
সেই বাঙালী ছিলো মাগো
সকলে ভাই ভাই!


একে অন্যের দুঃখ-সুখে
থাকতো মিশে বুকে বুকে
হিংসা, ঘৃনা, বিভেদ মনে
পেতোইনা যে ঠাঁই!


সেই বাঙালী পড়েছে যেই
অমানিশার বাঁকে,
উঠতো জেগে লাখে লাখে
এক বাঙালীর ডাকে!


আজ নিজেরাই হানাহানি
লোভ লালসায় টানাটানি
করছে কতো। হচ্ছে কতো
ভাইয়ের খুনী ভাই!


কতো কিছুই দেখছি মাগো
নয়ন দুটি মেলে-
কইনা কথা, চড়াও হবে-
কইতে কিছু গেলে!


বাস করে সব ভিন্ন মতে
কই যাবো যে ভবিষ্যতে
ওসব কিছু আমি মাগো
ভেবেই তো না পাই!


                      ০৮/০২/২০১৭, লালমনিরহাট।