খালিপেটে, ঊন-পেটে
যাচ্ছি শুধু গতরখেটে
কি পাবো?
কি পাবো না?
কোথায় ভবিষ্যৎ?
প্রশ্ন মনে ভুলি নাকো
তবু মুখে তুলি নাকো
কর্তা বলে
সমঝে চলি
দেইনা স্বীয় মত্!


হাড় জিরজির কঙ্কালসার
তবুও পারি এধার-ওধার।
কিন্তু জেনো
নীতির কাছেই
মনটা রাখি জমা!
নইলে শালা আমার ঘামে
সুখ সায়রে ভাসবে চামে?
পায়ে এসে
পড়লেও তো
দিতামনা ভাই ক্ষমা।


                 ০৮/০২/২০১৭, লালমনিরহাট।
♥♥♥♥♥♥♥♥♥