( ছড়াটি কবি পি.কে.বিক্রম-এর সৌজন্যে। আসরে প্রকাশিত তার একটি অনুকাব্য এটি লেখার অনুপ্রেরণা )


তোমার ঠোঁটে যখন ফোটে
চাঁদের মতো হাসি,
আমার মনে তখন কেনো-
কৃষ্ণ বাজায় বাঁশি?


বুঝিনা ছাই! কারে সুধাই?
কেনো এমন হয়?
ভাল্লাগেনা আমার কিছুই...
লাগে শুধুই ভয়!


ভয়ে থাকি। পরাণ পাখি-
তবু... কুহু গায়!
তবু... যেনো স্রোতস্বিনী -
সাগর ছুঁতে চায়!


এমন হলে কেমন করে
বাঁচবো আমি শুনি?
আর কতোকাল সংগোপনে-
স্বপ্ন শুধু-ই বুনি?