কে বলেছে এটা একটা কবিতা?
আমি কোন কবি নই। আর-
কবিতা কখনো এমন হয়?
এটা হচ্ছে-
হীম রাতের সিম্ সিম্ গপ্পো!


এখানে-
অর্ধালুঙ্গ কষ্টের দাপাদাপি আছে,
আছে একটু উত্তাপের জন্যে-
মানব ছানাদের-
সুয়োপোকা হয়ে যাওয়া দৃশ্যায়ন।


শুয়োপোকাদের এমনিতেই কপাল পোড়া
তাই তাদের অনলে ভয়...
শেষে খাক হোক বাবুদের সুখের অরণ্য!


আর ঋতু? তার কি দোষ?
সে তো হুকুমের গোলাম!
বিশ্বকর্মা নাটক ভালোবাসেন বলেই
এতোসব আয়োজন!
ঠিক তখনই-
কোনো দেবতা চিৎকার করে বললেন-
-ক‌‌নকনে বাতাসটারও দরকার ছিল!
সে গেলো কই? পূবে দেখো...
উত্তরে খবর পাঠাও!


              ০৭/০২/২০১৭ লালমনিরহাট।