: কতদ্দিন পর!
বল কি খবর?
কেমন আছিস তুই?
এখনো কিরে...
পদ্য ঘিরে-
ফোটাস বেলি,যুঁই?


: কী বলবো আর-
বেঁধে সংসার,
আছি কঠিন চাপে!
কলমখানা-
ধরতে মানা,
হাতটা যেন কাঁপে!


এখন খুঁজি-
রুটি-রুজি,
ছয়টা খাবার মুখ!
হা-হুতাশে-
দীর্ঘ-শ্বাসে-
কাব্য হারায় সুখ!


# ১২ ফেব্রুয়ারী ২০১৭, লালমনিরহাট।