মধ্যরাতে খবর পেলুম__কান নিয়েছে চিলে!
কিন্তু সে চিল উড়াল দিতে পারেনি_ঐ নীলে!
দাদা তাকে সুযোগ মতো কাৎ করেছেন ঢিলে!
সেই খুশীতে করছে মাতম গাঁয়ের সবাই মিলে!


বাড়ি বাড়ি হচ্ছে রাঁধা কোরমা, পোলাও, ক্ষীর!
শিশু-কিশোর জোয়ান-বুড়ো__সকলে অস্থির!
কেউ দেখেনি কোনো কালে দাদার মতন বীর!
সে-ই প্রথম করলো উঁচু_গোটা গাঁয়ের শির!


কেউ বলছেন- দাদার ছিলো ভালোবাসার টান!
তাঁর কারণে রক্ষা পেলো সকল লোকের মান!
কেমন করে মুখ দেখাতাম না থাকলে এই কান!
ফিরছে  গাঁয়ে  মুখে  মুখে___দাদার গুণগান!


                     (সংক্ষেপিত)
টীকা : মাতম-এখানে মাতাল লোকের মাতলামো অর্থে ব্যবহৃত।