কিছু গরু লাল রঙ, কিছু গরু কালো!
কিছু গরু মারকুটে, কিছু গরু ভালো!
কিছু গরু দুধ দেয়, কিছু দেয় গুঁতো!
গরুদের সব কিছু জানে এই ভূতো!


কিছু গরু শিংওয়ালা কিছু শিং ছাড়া
কিছু গরু রাগ হলে শুধু করে তাড়া!
ছোট ছোট গরুদের বাছুরও যে বলে
কেউ ষাড়, কেউ গাভি হয় বড় হলে!


গত ঈদে  রাহুলেরা  কিনেছিল ষাড়
বাপরে কি মোটাসোটা,ইয়া উচু ঘাড়!
দুই জনে দুই দিকে রশি বেঁধে তবে-
হাট থেকে এনেছিলো, দেখেছিল সবে!


মাঝে মাঝে মামাকে বাবা ডাকে গরু!
মামা কই খায় ঘাস, লতা-পাতা-তরু!
মামা যদি গরু হয়, লেজ তার কই?
পা-ও দেখি দুই খানা,  তাজ্জব হই!


               (অসমাপ্ত)