একবার মাঝরাতে সারা গাঁয়ে শোর..!
এই.. এই.. ধর ধর চোর! চোর! চোর!
হাবুদের গোয়াল থেকে রাস্তার মোড়ে-
গেলো গেলো গরুটা নিয়ে গেলো চোরে!


শোর শুনে চারদিক থেকে লোক আসে-
টর্চ হাতে খোঁজাখুঁজি চলে আশেপাশে!
কই গেলো গরু? আর কই গেলো চোর?
শোরগোল করে করে রাত হলো ভোর!


ভোর হলে গোয়ালঘরে উঁকি দেন দাদা
দেখে' লাল গাভীটা... গোয়ালেই বাঁধা!
গরু তো বলেনা কথা- আমাদের মতো
তাহলে কি ঐ রাত জেগে ভোর হতো?