বড়মামা


বড়মামা লোহা-তামার ফারাক বোঝেন নাকো!
বলেন হেসে-“ভালোবেসে মিলেমিশে থাকো”।
মিলে মিশে থাকতে গিয়ে... পায়ে লাগে পারা
অমনি করে ক্যাঁচর ম্যাঁচর চাম-বাদুরের ছা’রা!
তখন আবার কোর্ট-কাচারী,নালিশ শালিস ডাকো!
            ____________


বড়মামি


বড়মামি... শুধুই দামি শাড়ী, গহনা আর-
ফ্রীজ, টিভি, সোফাই ভাবেন মূলে এ সংসার!
কি খেলাম, কিনা খেলাম ওসব দেখেন কেবা!
ঘরে কোন অতিথ এলে  করেন ভালো সেবা।
পেটে  ক্ষুধা কিন্তু  ঠোঁটে  হাসি লেগেই তাঁর!
            ____________