বড়খালু


বড়খালু...খুবই  চালু, করেন  ঠিকাদারী!
উত্তরাতে রয়েছে তাঁর বিশাল দুটি বাড়ি!
কিন্তু বড় ভালো মানুষ শিশুর মতো হাসেন,
বন্ধু বান্ধব,গান বাজনা এসব ভালোবাসেন!
মাঝেমধ্যে বিদেশ ভূঁইয়ে হঠাৎ জমান পাড়ি!
          ______________


বড়খালা


বড়খালা...নদী-নালা দেখলেই পান ভয়!
নৌকো করে পাড়ি দিলে কি জানি কি হয়!
রাঢ়ীখালের মেয়ে তিনি সাঁতার জানেন নাকো
"জলযানের চেয়ে ভালো জলের উপর সাকো!"
বাপের বাড়ি যাবার হলেই এসব কথা কয়!!
          ______________