মেঝোকাকা


মেঝোকাকা... থাকেন  ঢাকার  মতিঝিল!
কারোর সাথে হয়না ওনার মতের মিল!
গোমড়া মুখো, প্রাণটা খুলে হাসেন না!
গ্রামের বাড়ি খুবতো বেশী আসেন না।
বছর  অন্তে  বেড়াতে  যান চলনবিল!
       ____________


মেঝোকাকি


মেঝোকাকি... দেননা ফাঁকি, মোটেই ততো!
মোবাইলফোনে খবর রাখেন গাঁয়ের যতো!
কার কি লাগে?  টাকা-পয়সা, জামা-জুতো!
"লজ্জা কিসের?     প্রয়োজনে একটা সুঁতো-
বলবি আমায়, পাঠিয়ে দিবো সুযোগ মতো!"
       ____________