মেঝোমামা


মেঝোমামা...সারেগামা থেকে বহু দূরে,
জীবনের তাল কেটে গেছে ভুল সুরে!
তবুও সে 'ভালোথাকা' করেন অভিনয়।
কাছে গেলে চোখে পরে ভেতরের ক্ষয়।
বেদনার নীল রঙ... ক্যানভাস জুড়ে!!
           __________


মেঝোমামি


মেঝোমামি...'আমি আমি' করে দিন-রাতে।
অন্যে পেলোনা- পেলো,  কিবা যায় তাতে!
"আমি খেয়ে তবে না... হরি  নাম  নিবো!
সবই  আছে ঊন-ঊন, অপরে কি দিবো?"
কোন কিছু যেনো তাঁর  ওঠেনা যে হাতে!!
           __________