নোখের আঁচড়ে-
কতোটুকু আর রক্ত ঝরাবি শুনি?
নেই শংসয়,
                    পিচাশের ভয়
জানিস না তুই আমরা বাঙালী-
স্বপ্নের বীজ বুনি!


পণ করি যদি
পাড়ি দিবো নদী,
হোক দূর পারাবার;
                    ঝঞ্ঝার রাতি,
                    নাই থাক বাতি,
                    ভয় করিনাকো তার!!


আমরা বাঙালী
আমাদের আছে কতোশত ইতিহাস!
যেখানে মরু
                         জন্মেনা তরু
আমরা সেখানে শ্রমে-ঘামে করি-
জুঁই-মালতির চাষ!


সবে জানা আছে
আমাদের কাছে
সবচেয়ে  বড়  মান,
                      মান রাখতে
                      ভিজেছি রক্তে
                      তুচ্ছ করেছি  প্রাণ!!


সালাম, রফিক
নূর, মতিয়ার ওরা আমাদের ভাই!
কতো মহিয়ান-
                     দিয়ে গেছে প্রাণ!
তাঁদের  কাছেই  আমরা  শিখেছি
জীবনের জয়োগান।।


আমরা বাঙালী
প্রেমের কাঙালী
প্রাণ নিয়ে খেলি পাশা!
                   প্রজন্মের তরে
                   এই বুক ভরে
                   রেখে যাই ভালোবাসা।।
                ___________
      # ০৩ মার্চ ২০১৭ লালমনিরহাট।