: কিরে...
  বনবনিয়ে হনহনিয়ে ছুটছিস ওমন...কই?


: ছুটছি  আমার ফেলে আসা শ্যামল গাঁয়ে-
                               যেথায় নায়ে
                           ছৈয়ের ছায়ে
                       মুখ লুকায়ে
                  পূবাল বায়ে
             কেশ উড়ায়ে
  শাপলা তুলে গাঁথে মালা পল্লীবালা ঐ!


: কেন?
  এই শহরের ঝলমলে রূপ ভাল্লাগেনা বুঝি?


: বলতে আছে? এই যে শহর নামে-ই ঢাকা!
                              নেইতো ফাঁকা
                           উড়ছে টাকা
                      ঘুরছে চাকা
                কাকের কাকা
           যায় কি থাকা
  প্রাণ নিয়ে তাই ছুটছিরে ভাই, বাঁচন খুঁজি!