হরিনাথ ছোট নেই, সব কথা বোঝে!
কথার প্যাঁচ খুলে ঠিক মানে খোঁজে।
প্যাঁচ মেরে কথা কয় শিবুরাম কাকা।
বলে "মাথা ঘুরছে"! মাথাটা কি চাকা?
চাকা হলে ভালো হতো, পা উপরে তুলে
মাথা দিয়ে গড়গড়ে যেতাম ইশকুলে!


বাবার কথায়ও প্যাঁচ মাঝে মাঝে দেখি
"কালি দাস ভূঁইফোর" এর মানে সে কি-
মাটি ফুরে বের হওয়া কোন উদ্ভিদ?
যার নেই রাগ গোস্যা ভয় ভীতি জিদ!
মানুষ উদ্ভিদ হলেই ভালো হতো বাপ!
ডাল-পালা মেলে দিয়ে র'তো চুপচাপ।


খুব বেশি প্যাঁচ জানে নিখিলেশ দাদা
বাকি কিছু চাইলেই বলে' "হাত বাঁধা"!
হাত যদি বাঁধা হতো দড়ি রশি কই?
হাত সে তো নাড়ছেই, আনে' এই ঐ!
তাঁর হাত বাঁধা হলে ভালো হতো বেশ
নিজ হাতে নিতাম আমি দই, সন্দেশ।