তিন বারে মেম্বারে...হয়নি তো জেতা-
বাবুলের মামা তবু খুব বড় নেতা!
‘ক’কে বলে-“খ-র ক্ষেতে দিয়েদে হাল!
দেখি ব্যাটা কি করে? কতো ওর ফাল!
ধর্ যদি ফাল দিয়ে  আদালতে যায়-
তোকে আমি জেতাবোই এই মামলায়!
থানা, ফাঁড়ি কি কি আছে করবিনা ভয়,
পুলিশের বড় বাবু- জানিস কি হয়?


আপন মামাতো বোনের খালাতুত ভাই
রোজ রাতে এক সাথে চা-কফি খাই!
তাঁকে বলে দিলেই আইন তোর দিকে
তোর কাছে ‘খ’ ব্যাটা কি ভাবে টিকে!
বগুড়ার  মরিচের  দেখেনি  তো ঝাল,
দাঁতে কেঁটে দেখবে! যা দে গে হাল!!”


রাত হলে কাৎ কাটে বাবুলের মামা
‘খ’র ঘাড়ে হাত দিয়ে বলে “কান নামা!”
ফিস্ ফিস্ করে কয়-“রাখিস খবর?
চারদিকে লাগা আছে আমার অনুচর!
সংবাদ দিলো তারা  আজ নয় কাল
তোর ক্ষেতে ‘ক’ ব্যাটা দিবে নাকি হাল!
আমি আছি তোর পাশে কোন ভয় নাই!
ওর হাতে দড়ি দিবো  দেখবে সবাই!”


# ১১ মার্চ ২০১৭, লালমনিরহাট।