ও পাড়ায় বাস করে    হরিপদ নেয়ে
অভাব তাড়িয়েছিলো শুধু নাও বেয়ে
বাস্তুহারা থেকে জমিজমা বাড়ি
বৈঠা ছেড়ে হাতে নিয়েছিলো গাড়ি
কাটছিলো দিন বেশ সুখে পরে-খেয়ে।


হঠাৎ একদিন তার হলো ঘোড়ারোগ-
ভোট করে নেতা হবে,সে কীরে ঝোক!
বৈঠক করে দিনে, সভা করে রাতে
খরচা-পাতিও দেন সব হাতে হাতে
অকারণে অপরের টানে দূর্ভোগ!


জমি-জমা বন্দকে,    গাড়ি দেন বিকি
ভোটে পাশ হলে সব এসে যাবে ঠিকই!
দিনরাত চলে তার বেশ খাটাখাটি
এইপাড়া ঐপাড়া পায়ে হাঁটাহাঁটি
আশা জ্বলে কভু তেজে, কভু ধিকিধিকি!


ভোট গুনে দেখা গেলো ফলাফল শেষে-
হরিপদের মার্কাটা কই গেলো ভেসে!
কেন জানি মিললোনা দুই-দুইয়ে চার,
বারো আনা ব্যবধানে পরাজয় তার!
আবারও সে নায়ে চড়ে শেষবেলা এসে।।


        # ১৩ মার্চ ২০১৭, লালমনিরহাট।