ছোট থেকে যা পেয়েছি, তাই নিয়ে খুশী,
কাউকে করিনি কভূ কোন দোষে দোষী।
ভাঙ্গা স্বপনের মাঝে "আশা" করে চাষ,
দুঃখকে পাশ কেঁটে-ই গেছি বারো মাস!


ভাবিনি কখনো কিছু আপনার তরে,
ভূূখা থেকে অন্যেরে গেছি দান করে!
চাইনি কখনো কারো কাছে বিনিময়-
ভেবেছি প্রকৃত প্রেম এমনই তো হয়!


ক্রমে ক্রমে ঝরে গেছে সময়ের ফুল,
বেলাশেষে ফিরে দেখি  সবকিছু ভুল!
আপন ভেবেছি যারে সে রয়েছে পর
শ্রমে ঘামে বালুচরে বেঁধে আছি ঘর!


       # ২১ মার্চ ২০১৭, লালমনিরহাট।