বললাম আমি- “স্বাধীনতা
ইচ্ছে ঘুড়ির ডানা,
যেমন খুশী উড়ে বেড়াও
করবেনা কেউ মানা!”


বাবা শুনে বলেন-“খোকা
তুই দেখছি বড্ড বোকা,
স্বাধীনতার আসল মানে...
যা বলছিস- তা’ না!
এই ধর আমি কোন ভোরে-
ইচ্ছে মতো ভীষণ জোরে
মাইক বাজিয়ে কারোর ঘুমে
পারবো দিতে হানা?
স্বাধীনতা তোরটা যেমন...
অন্যেরও চাই জানা!”