তোমায় নিয়ে দুঃখ যতো-
বুকের ভেতর জমা,
তুমি চাওনি তারও ক্ষমা!
তবু তোমায় মুক্তি দিলাম
প্রাণের প্রিয়তমা!!


তিরিশ বছর পার করেছি-
একসাথে দুই জনে!
আহা কতো-ই স্মৃতি মনে!
কি আর বলি? আজকে তোমার
চির বিদায় ক্ষণে-


যাচ্ছো ভেসে পরপারে
সুদূরে কোন্ কূলে!
সকল প্রীতির বাঁধন খুলে।
কেমন করে সেথায় তুমি
থাকবে আমায় ভুলে?


#### ০৫ এপ্রিল ২০১৭, লালমনিরহাট ####


(বিঃদ্রঃ গত ০৩ এপ্রিল ২০১৭ ইং আমার একজন অতি নিকট আত্মীয় ইন্তেকাল করেছেন। তাঁর লাশ জানাজা ও কবর দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের করার সময় তাঁর স্ত্রীর ব্যকুল কান্নার সামান্য অংশ আজ আমার কবিতায় গেঁথে দিলাম। সাথে কামনা করছি মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুণ এবং তাঁর পরিবার-পরিজনকে শোক কাটিয়ে ওঠার তৌফিক এনায়েত করুণ)