অবশেষে       যখন এসে-
বললাম-
“আমি চললাম,
মাথাটাকে  করে  ছিলে নীচু,
বললে না তুমি কোন কিছু!
হায়...
একবারও ডাকলে না পিছু!


রোদ-ছায়ে     পায়ে পায়ে-
হেঁটে-
বন্ধন কেটে,
আমি ক্রমে চলে আসি দূরে,
অভিমান ছিলো বুক জুড়ে!
তবু...
বাঁশি কেন বাজলো বে-সুরে?


দিনে দিনে-     তুমি বিনে        
একা,
ভাগ্যের রেখা-
কখনো কী বদলানো যায়?
স্মৃতিগুলো শুধু যে কাঁদায়!
তারে...
ভুলে যাবো কোন ছলনায়?"