.   ধর্ম গুরুর মর্ম কথায়-
     চুপসে গেলাম ডরে,
   শূন্য জ্ঞানে- পূণ্য খুঁজি
      দেশ ও দেশান্তরে!


   গীর্জা-মসজিদ-মন্দিরে-
   প্রভূর কতোই ফন্দি রে!


মাঁড়িয়ে সকল দাঁড়িয়ে দেখি
     পূণ্য নিজের ঘরে-
সবটা জুড়ে হাত-পা ছুঁড়ে
    লুটিয়ে খেলা করে!!