বাঘের সাথে বকের দেখা খালপাড়ে,
বাঘ-টা তখন যন্ত্রনাতে ফাল পাড়ে!
মাংস খেতে হাঁড় ফুটেছে গলে তার-
পাচ্ছেনা তো উপায় সেটা করে বার!


বককে দেখে বিনয় করে বলে-“ভাই
উপহার এক দিবো তোমায় শোন তাই;
গলে আমার হাঁড় ফুটেছে- লম্বা ঠোঁটে-
তুমি সেটা বার করবে এইতো মোটে!


কায়দা করে হাঁড়টা বকে বার করে-
বাঘের যেন প্রাণটা এলো তার ধরে!
বক বললো-“কোথায় আমার উপহার?”
“খাইনি তোকে এটাই কি নয় পুরষ্কার?”
=======<><>========
ছড়াটি
চির-চরায়িত-“দুষ্ট বাঘ ও বকের গল্প”
অবলম্বনে রচিত।