হচ্ছে তো সেই মতো, পাকোয়ান মেকুরে...
খানা খায়.... অভাগায়..., তৃপ্তির ঢেঁকুরে!
মুখে মুখে ফস্ কায়-
রটে কথা  দশ গাঁয়
গেড়েবসে গারোয়ান, সেই মতো যে কুঁড়ে!


মেকুরের ছাতি ফুলে... হাতি  হাতি ভাবটা;
দুই চোখে ফুল তোলে-"সেরা সেফ" খাবটা!
যেই চাঁখে গুণন এসে-
জারি-জুরি যায় ভেসে
"আমি নই রাঁধুনি গো!" বলে সোজাসাপটা!