আর পারি না আর
দেখতে এমন বাড়
ইচ্ছে করে
টিকি ধরে
মটকে দিতে ঘাড়
তবুও দিচ্ছি ছাড়!

বাঁচতে যদি চাস
ভালো হয়ে যাস
নইলে পরে
সত্যি করে
পাছায় দেবো বাঁশ
রাখছি বলে- খাস!