ছাতা নিয়ে- যাতা কান্ড সেবার
একটা রঙিন ছাতা ছিল রেবার
চাচ্ছিল না কাউকে সেটা দেবার
সন্টু সেদিন কায়দা করে নেবার।


বৃষ্টি তো নয় আকাশ মেঘে ঢাকা
মুঠোফোনে- বার্তা পাঠায় কাকা
“ঝড়েরদিনে বাইরে কেন থাকা
বাড়িতে আয়! ভাল্লাগে না ডাকা!”


সন্টু হাতে যেই না নিলো ছাতা-
দেখে রেবার গরম হলো মাথা
শুনিয়ে দিল আসলো মুখে যা তা
আনলো কেটে একটা কচুরপাতা।


বললো-“ছাতা রেখে এটাই ধর
নইলে দিবো- কষে একটা চড়
দৌঁড়ে পালা, আসতেছে ঐ ঝড়!”
ছাতার কাছে   তুচ্ছ আপন-পর।।