খোকাখুকু সার বেঁধে সব
সেজেছে রেলগাড়ি-
দিচ্ছে হুইসেল- পঁ পঁ পঁ পঁ...
এইতো যাবে ছাড়ি
চড়েন তাড়াতাড়ি!


দাদুর কাছে টিকিট যে নেই
পকেটখানি ফাঁকা-
খুকুর খুকুর কেশে বলেন-
“টিকিট কত টাকা?
যাবো আমি ঢাকা!”


“ঢাকার টিকিট বার টাকা
চৌদ্দ টাকা মাফ!
দাদুর বয়স আশি হলে-
লাগবে ভাড়া হাফ।”
হিসাব বোঝা টাফ!