(আসর বরেণ্য এবং আমার অত্যান্ত প্রিয় কবি- শ্রদ্ধেয় আগুন নদী-এর ১৭.১০.২০১৮ ইং তারিখে আসরে প্রকাশিত কবিতা "আপেল বনে উপল ক্ষণে" পাঠশেষে এই কবিতা লেখা। কবিতাটি তাঁর সম্মানে নিবেদিত হলো)


দূর থেকে আরো দূরে সরে যায় চাঁদ,
যেনো পাতা ফাঁদ!
তথাপি জোসনা-স্নানে- আমি উম্মাদ-
থেকেছি; রেখেছি মনে সযতনে সাধ!


সময়ের কাল গুণে, ফাল্গুনে আশাহত;
বলি- আর কতো?
যতোছিলো বুকে সুখে-অসুখে অবিরত-
দিয়েছি; বিনিময় কিছুনয়, শুধু রক্তক্ষত!


আপনার কবিতার আক্ষেপটুকু শেষের-
দারুচিনির দেশের!
লুফে নিয়ে চুপে আঁকি ছবি নীল বেশের-
এই।জানি থাকবেনা দেনা কোন ক্লেশের!
-----------<><><>-----------