রাস্তা হলো আস্ত নদী
বৈঠা হাতে মর্দ!
বৃষ্টি জলে তাথৈ তাথৈ
ঢাকেশ্বরীর ফর্দ!


যেতে বাড়ি সাগর পারি
উন্নয়নের রম্ভা,
চিল-শকুনের কারাকারি
কার চেয়ে কে কম বা!


দমের মেশিন যমের হাতে
ঘোরৎ ঘটাং শব্দ!
দুঃখ চেপো সুক্ষ ভাবে
নইলে ভীষণ জব্দ!


কড়াই দেখে ডরাই কিসে?
হোকনা যতোই তপ্ত,
বুকের ভেতর উনুন জ্বলা
বেশ করছি রপ্ত!