( কবি জাকির হোসেন বিপ্লব এর "কেন গর্ব” কবিতার মন্তব্যে লেখা গীতিকাব্য। কবিকে সম্মানের সাথে নিবেদন করা হলো)      


দেখছি কতোই রঙের মেলা-
তামাশা হাজার,
হায়রে... বিধি কি খেলিছো
জমিয়ে বাজার!


এই বাজারে কেউবা বেচে
কেউবা কেনে ধন,
কেউবা আবার মিছেমিছি
সাজে মহা-জন।
হায়রে
সাজে মহা-জন।
দম ফুরাইলে কী হবে গো
হিসেবী রাজার!


নকল মালকে আসল বলে
কেউবা করে লাভ,
কারো আবার ভেজাল করা
জাতের-ই স্বভাব!
হায়রে-
জাতের-ই স্বভাব।
একবারও ভাবলিনা কথা
দোজকী সাজার!