যেই সয়, সে-ই রয়,
রয়ে সয়ে-
যাচ্ছি মিশে ধুলিতে |


পেটে ক্ষিদা মনে দ্বিধা,
দ্বিধায় পরি-
স্বার্থ-বাদীর  বুলিতে |


মিলে যত গিলে তত
বোকার মত
আমরা দেখি দাঁড়িয়ে |


গাছে খায় তলার চায়,
চাইতে থাকে-
হাত দু'খানা বাড়িয়ে |


কঙ্কাল-সার দেহটার-
মূল্য কই?
তুল্য তো নই আমরা |


সাহস বুকে দে না রুখে,
নে না তুলে-
সর্ব ভুকের চামড়া ||