(২৭ জুলাই ২০১৭ আসের অন্যতম কবি ডাঃজি এম শহিদুল ইসলাম-এর "কসাই" ছড়ায় মন্তব্য করতে এই ছড়াটি লেখা। ছড়াটি তাঁকেই উৎসর্গ করলাম।)


রুকন ভাইয়ের ব্যবসা ভালো
গরু মেরেই খায়,
খেয়ে-পরে প্রতি মাসে
ব্যাংকে রাখেন আয়।
আয়ের উপর ট্যাক্স বসাতে
এলেন আবুল মাল,
মালের ঘড়ায় মাল্টু দিয়ে
রুকন কসাই টাল!


টাল সারাতে ডাকা হলো
বাই-সাইকেল মেকার,
অবস্থা তার দেখে বলেন-
এ কম্ম নয় একার।
হাতটা বাঁধো, পা'টাও বাঁধো
যেমন গরু বাঁধে।
তাইনা শুনে রুকন কসাই
খাম্বা ধরে কাঁদে।।