রূপকের আড়ালে যে দহনের ক্ষত,
উপশম নেই কিছুই বাড়ে অবিরত,
কী করে বাঁচা যায় বলুন এই মত!


তথাপি বাঁচতে হয় খাঁচাতেই পাখি,
যাতনার কালোদাগ দু’পাখায় ঢাকি,
নিয়তই নিজ খুনে...হই মাখামাখি!


বেঁচে আছি খাটিয়ায় রেখে এই মাথা,
নিজভূমে পরাধীন কানে শুনি যা-তা,
কখন যে ঝরে পড়ে জীবনের পাতা!
==================
লালমনিরহাট : ২৭/০৬২০২০ ইং