স্বাধীনতা!_মুখের কথা? চাইতে পারে সবে!
এমনি এমনি স্বাধীনতা কে পেয়েছেন কবে?
রক্ত-সাগর পাড়ি দিয়েই স্বাধীন হলাম। তবে-
শেখ মুজিবুর জন্ম যদি না নিতেন এই দেশে;
স্বাধীনতার সূর্য বলুন উঠতো কি আর হেসে?
বাঙালীরা থেকেই যেতো কাঙালীদের বেশে!


তাকাই যদি পিছন ফিরে_সাতচল্লিশ সালে-
ভারতবর্ষ দু-ভাগ হলো__ দুর্গতি কপালে-
বাঙালীরা হেরে গেলো জিন্নাহ্ সা’বের চালে!
জাতি স্বত্তা আলুর ভর্তা__খাবেন মুসলমান!
পূর্ব এবং পশ্চিমেতে দু-দিক__পাকিস্তান!
এপার ওপার দুই পারেতে উর্দূতে গাও গান!
মাতৃভাষা বাঙলা যদি উর্দূ কেনো গা’বেন-
ভার্সিটিতে কিছু তরুণ এসব নিয়ে ভাবেন!
ন্যায্য দাবী রাষ্ট্র-ভাষা বাঙলা শুধু চা’বেন!
এটুক চাওয়ায় বৈরী হাওয়ায়- স্বৈরী নেচে ওঠে
কার্ফু দিলেন। ছাত্র সমাজ মানলোনা তা মোটে
বাহান্নতে  তাইতো পথে__রক্ত পলাশ ফোটে!


প্রাণ হারালো রফিক-শফিক পেতে মায়ের ভাষা,
কেউ জানেনা__তাঁরাই প্রথম স্বাধীনতার চাষা!
সুপ্ত মনে গুপ্ত ভাবে___করলো রোপন আশা!
আশায় জ্বলে আন্দোলনের আগুন- ধিকি ধিকি
সুযোগ পেলে দামাল ছেলে উঠবে জেগে ঠিকই
হাত বাড়িয়ে ছোঁবে তখন- একচোখাদের টিকি!
এক-দুই-তিন কাটছিলো দিন, অশান্ত হয় মন;
দেখতে দেখতে পয়ষট্টির___এলো নির্বাচন!
স্বাধীনতা___কয় না কথা বুকের মানিক ধন!


আর কতো কাল সহ্য করা- স্বৈরাচারের শাসন;
নৌকা বেয়ে  সত্তুর এলে__নিরঙ্কুশ হয় আসন;
সব ছাড়ালো একাত্তরে__শেখ মুজিবের ভাষণ!
ভাষণ শুনে বাঙালীদের___রক্ত ওঠে তেঁতে;
এদেশ থেকে বর্গী তাড়াও... স্বাধীনতা পেতে;
স্বৈরী শাসক উঠলো তখন রক্ত খেলায় মেতে।
একাত্তরের পঁচিশে মার্চ__আঁধার কালো রাতে-
মরলো কতো নারী-পুরুষ পাক-সেনাদের হাতে;
ঘরের আগুন পরের চালে লাগলো যেন- তাতে!
ছাব্বিশ মার্চ  মুজিব দিলেন স্বাধীনতার ডাক;
কইরে আমার সূর্য-সেনা জাগরে তোরা জাগ্;
এদেশ মোদের এখানে নয় আর কারো সূঁচভাগ!
_________________________
# ২৬ মার্চ ২০১৬, লালমনিরহাট।