এই যে আমার জন্মভূমি-  মাতৃস্নেহের আসন;
তাঁর বুকেতে গেঁড়ে ছিলো দুর্যোধনের শাসন!
কৃষক-শ্রমিক মুটে-মজুর কামার-কুমোর তাঁতি
ঘোর আঁধারে নিমজ্জিত যখন দেশ ও জাতি!
ঠিক তখনই আল্লাহ্ তা'লা হলেন মেহেরবান,
আলোর মশাল হাতে এলেন- মুজিবুর রহমান!
দুঃসাহসের বজ্র নিনাদ ছড়িয়ে দিলেন মাঠে,
উঠলো কেঁপে আকাশ-বাতাস তাঁরই মন্ত্র পাঠে!


আর কিছু নয়, দিলেন তিনি- স্বাধীনতার ডাক-
এদেশ মোদের, এখান থেকে বর্গী নিপাত যাক!
হুংকারে তাঁর শাসকশ্রেণীর আসন গেলো টলে,
মুর্ছে যাওয়া পীড়িত সব- জাগলো দলে দলে!
ভয় কি বলো শেখ মুজিবুর রয়েছে' কান্ডারী,
জাতির বড়াই  শক্ত লড়াই রক্তনদীর পাড়ি।
বর্গীরা সব পালিয়ে গেলো প্রাণটি নিয়ে শেষে!
ন’মাস পরেই স্বাধীনতার সূর্য ওঠে হেসে!