আমরা দাদু,
ভীষণ সাধু,
আগলে ধরি বেশটা;
সুযোগ পেলে,
বাত্তি জ্বেলে-
চিবিয়ে খাই দেশটা!


শাসন-বারণ,
নাড়ণ-চাড়ণ,
আঙুলে তুলি সরকার;
যাকে খুশী-
আমরা পুষি,
যখন যেথায় দরকার!


লাদেন ফাঁদ-
আর জঙ্গীবাদ
সব আমাদের মন্ত্র;
মন্ত্র দিয়ে-
দেই বিষিয়ে,
পরের গণ-তন্ত্র!


মুখে তুলি,
শান্তি বুলি,
পেটে থাকে অন্য;
সাধু বেশে-
দেশে দেশে-
ঘুরি নিজের জন্য!