কে ভালো? মন্দ কে?
চেনা বড় দায়
সরলে গরল মিশে
হাঁটে পায়ে পায়।
সাধু সেজে শয়তানও
ঘুরপাক খায়
সুযোগে সুযোগ নিয়ে
গোলমাল চায়।
দেশপ্রেমী সাবধান
হও হুশিয়ার
শকূনকে কোনক্রমে
দিও নাকো ছাড়!
ভুল করে পস্তালে-
কী থাকে আর?
বিষয়টা হয়ে যাবে
অনুশোচনার।।