ছাল-ছাবিলা!
----চলছে লীলা-
--------হয়না তাতে দোষ;
পদ্মলোচন-
----নাচন-কোচন
--------মেজাজ বহুত খোশ!


স্বীয় ভাতার
----থাকেন কাতার
--------ফুলের বাগান ফাঁকা
অরক্ষীতে
----খবর নিতে
--------আসেন মামা-কাকা!


কে দেয় বাঁধা
----পাড়ার দাদা
--------ছালছাবিলার হাতে
বললে কিছু
----নেবেই পিছু
--------প্রাণ যাবে এক ঘা-তে।