পার্থ দাদার স্বার্থে কাঁদা মরলে কেহ গাঁয়,
মরার বাড়ি তাড়াতাড়ি দাদায় ভাড়া যায়,
ভাড়ার উপর হিসেব কষে-
কাঁদেন দাদায় শুয়ে-বসে;
বেশী ভাড়া পেলেই কেঁদে গড়াগড়ি খায়!
পার্থদাদার স্বার্থেকাঁদা কেউ যদি তা চায়!