কথার কথা-
হাওয়া হয়ে বইলো;
শেষে দেখি-
কথা কিছু রইলো...


কিছু কথা-
আঁকে স্বাধীনতা;
কিছু থাকে মনের ঘরে বন্দী।
তোমার মনে-
অবাক সরলতা!
আমার শুধু জট পাঁকানোর ফন্দি!


অবুঝ তুমি-
আশায় বাঁধো বুক!
তাতে আমি-
হই আরো উৎসুক!


ইচ্ছে গুলি-
ওড়ায় মনে ধূলি;
ধূলির মাঝে- তুমি হারাও দিশা;
আমি গোণি-
হিসেবের আঙ্গলি;
আঁকবো কবে তোমার অমানিশা!!